মোঃ আশরাফ ইকবাল পিকলু
বাংলাদেশ নদীমাতৃক দেশ—এ কথা সবাই জানে। এই দেশের নদী যেমন আনে অনাবিল আনন্দ ও সৌন্দর্য, তেমনি কখনো কখনো নেমে আসে চরম দুর্দশা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রান্তসীমায় অবস্থিত পদ্মা ও গড়াই নদীর মোহনা যেন এক বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, যা বর্তমানে স্থানীয়দের কাছে পরিচিত 'মিনি কক্সবাজার' নামে। পদ্মা নদীর স্রোতধারার সাথে গড়াই নদীর মিতালী সৃষ্টি করেছে এক মনোমুগ্ধকর দৃশ্যপট। প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় জমাচ্ছেন এই মোহনার পাড়ে। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে অনেকে আসেন অবসর কাটাতে, প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। সূর্যাস্তের সময় পদ্মার পানিতে প্রতিফলিত লালচে আভা দর্শনার্থীদের মুগ্ধ করে। পাশাপাশি জেলেরা প্রতিদিন ভোর থেকে পদ্মায় মাছ ধরতে নেমে পড়েন। বিশেষ করে সুস্বাদু পদ্মার ইলিশ, যা সারা দেশে এমনকি আন্তর্জাতিকভাবেও পরিচিত। এসব মাছই তাঁদের জীবিকার মূল উৎস। তবে শুধু আনন্দের নয়, এই নদী অনেক কষ্টের কথাও বলে। পদ্মার ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা। অনেক পরিবার নদীগর্ভে হারিয়েছে তাদের সহায়-সম্পদ। সরকারের পক্ষ থেকে নদী শাসনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয়রা বলছেন, তা পর্যাপ্ত নয়। স্থানীয়দের দাবি, এই 'মিনি কক্সবাজার' এলাকাটি যদি সরকারি পৃষ্ঠপোষকতায় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, তবে তা হতে পারে কুষ্টিয়াবাসীর জন্য নতুন সম্ভাবনার দুয়ার।
সম্পাদকঃ এস এম এইচ ইমরান, প্রকাশকঃ আমেনা খাতুন ইভা
All rights reserved ©2017dailyaparadhchakra.com