
কুষ্টিয়া থেকে ফরিদ আলী খান :
“বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ” গড়ার প্রত্যয়ে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)-এর কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
স্মারক নং: আপবা/জেলা/কগ/০৭/২৫/০০৬ অনুযায়ী সোমবার (২৮ জুলাই ২০২৫) সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনায় এই কমিটি ছয় (৬) মাস মেয়াদে অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে শাহিনুর রহমান রিকুকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিমন আহমেদ, এস এম নাজমুস সাকিব, তরিকুল ইসলাম, আব্দুর রাশেদ রিংকু, আসলাম হোসেন ও নুরুল আলম শামিম।
কমিটির সদস্য সচিব হয়েছেন তায়েফ হাসান। যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন মোঃ সাইফুল্লাহ, জিহাদ শাহরিয়ার, ছাব্বির হোসেন, মারুফ হাসান, তুহিন ইসলাম, আব্দুল খালেক ও পলাশ মাহমুদ।
নবগঠিত কমিটির সদস্যরা জানিয়েছেন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন এবং কুষ্টিয়ায় সংগঠনের কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেবেন।
উল্লেখ্য, ‘আপ বাংলাদেশ’ একটি উদীয়মান রাজনৈতিক সংগঠন যা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে বৈষম্যহীনতা ও সমতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।