মোঃ বিজয় চৌধুরী
স্বপ্নভরা শৈশবের হঠাৎ থেমে যাওয়া এক করুণ বিদায়—মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশ বছর বয়সী কোমলমতি শিক্ষার্থী তাসনিম আফরোজ আয়মানের (১০) জানাজা নামাজ অনুষ্ঠিত হয় উত্তরা তাফালিয়া ক্রিকেট একাডেমি মাঠে, পবিত্র জুমার নামাজের পর।
জানাজা নামাজে অংশগ্রহণ করেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধিদল। এই হৃদয়বিদারক মুহূর্তে তাঁদের উপস্থিতি ছিল মরহুমার প্রতি জাতির পক্ষ থেকে এক নিঃশব্দ শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক।
জানাজার নামাজ শেষে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে মরহুমার কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরবর্তীতে প্রতিনিধিদল নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়, “এই অপূরণীয় ক্ষতির সময়ে আমরা পরিবারটির সঙ্গে আছি। প্রয়োজনে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ বিমান বাহিনী সদা প্রস্তুত।”
একটি নিষ্পাপ প্রাণের এমন অকালপ্রয়াণে পরিবেশ ভারী হয়ে ওঠে, উপস্থিত সকলেই আবেগাপ্লুত হয়ে পড়ে। শিশু আয়মানের শূন্যতা শুধু পরিবার নয়, শিক্ষক-সহপাঠী এবং পুরো সমাজ অনুভব করবে দীর্ঘদিন।