খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিদ্যুৎ অফিসের দুর্নীতি, নিয়মিত ঘুষ বাণিজ্য, বিদ্যুৎ বিভ্রাট এবং ভুয়া বিদ্যুৎ বিলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (২৭ জুলাই ২০২৫) দুপুর ২টায় দীঘিনালা কলেজ গেটের সামনে অনুষ্ঠিত হয় ।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীঘিনালা বিদ্যুৎ অফিসে সেবা নিতে গেলে ঘুষ না দিলে কোনো কাজ হয় না। সামান্য মিটার সংযোগ, নষ্ট মিটার বদল, বিল ঠিক করার মতো সাধারণ কাজেও হয়রানি ও দুর্ব্যবহার করতে দ্বিধা করেন না কর্মকর্তারা
সমাবেশের সভাপতি তো করেন ছাত্রনেতা মোঃ জাহিদ এবং সঞ্চালনা করেন মোঃ আল-আমিন। বক্তারা দীঘিনালা বিদ্যুৎ অফিসের দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের দ্রুত অপসারণ এবং সুষ্ঠু তদন্তের দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।