কুষ্টিয়া থেকে ফরিদ আলী খান
তারুণ্যের উদ্দীপনা ও গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতিকে ধারণ করে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক এই কর্মসূচির মূল উদ্দেশ্য—একটি সবুজ স্মৃতিসৌধ গড়ে তোলা, যেখানে পরবর্তী প্রজন্ম অনুপ্রেরণা খুঁজে পাবে সেই বীরত্বগাথা থেকে, যা বদলে দিয়েছিল একটি জনপদের রাজনৈতিক ইতিহাস। কুষ্টিয়ায় শুরু হয়েছে ‘জুলাই উদ্যান’ গড়ে তোলার কার্যক্রম।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গড়াই নদীর তীরবর্তী এলাকায় শহীদ ও আহতদের স্মরণে এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদ ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসিবুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন, জুলাই বিপ্লবের যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা।
আয়োজকরা জানান, ‘জুলাই উদ্যান’ শুধু একটি বৃক্ষরোপণ প্রকল্প নয়, এটি একটি ঐতিহাসিক চেতনার ধারক ও বাহক। ভবিষ্যতে এ উদ্যানকে একটি মুক্তচিন্তার চর্চা কেন্দ্র, পরিবেশবান্ধব শিক্ষা স্থল এবং স্মৃতির মিনার হিসেবে গড়ে তোলা হবে।
অনুষ্ঠানজুড়ে ছিল আবেগময় পরিবেশ, যেখানে অংশগ্রহণকারীরা বৃক্ষরোপণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা বিশ্বাস করেন, এই উদ্যান হবে কুষ্টিয়ার তরুণদের কাছে একটি নতুন চিন্তা, সংগ্রাম ও সাহসের প্রতীক।