এটা কেবল একটি ছাত্র আন্দোলন ছিল না-এটা ছিল এক জাতির বিবেকের জাগরণ। এই আন্দোলনের সূচনা হয়েছিল কোটা সংস্কারের দাবিতে, কিন্তু তা রূপ নিয়েছিল এক পূর্ণাঙ্গ গণঅভ্যুত্থানে-এক অন্যায়ের বিরুদ্ধে হাজার কণ্ঠের দ্রোহে।
যারা বলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু চাকরি আর বিলাসে মগ্ন, তারা দেখেছে এই প্রজন্ম কতটা নিঃস্বার্থ, কতটা সংগ্রামী। তাদের আসার পেছনে ছিল না কোনো লাভ, ছিল না কোনো রাজনৈতিক এজেন্ডা-ছিল শুধু ন্যায়ের জন্য আত্মত্যাগের মানসিকতা। তাদের হাতে ছিল না ক্ষমতার দাবি, ছিল রক্তের উত্তরাধিকার। তারা এসেছিল, নৈতিকতার পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে।
তাদের এই আগমন ছিল নিঃস্বার্থ, নির্ভীক। তাদের আন্দোলনে ছিল না কোনো দলের পতাকা, ছিল না কোনো গোপন এজেন্ডা-ছিল কেবল দেশপ্রেমের তীব্রতম প্রকাশ।
তবুও এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে।
কিন্তু সেদিনের আমার ছাত্রের রক্ত কি সত্যিই সার্থক হয়েছে?
জাতি কি সঠিক পথে আছে?
‘নতুন বাংলাদেশ’-যার স্বপ্নে তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল-তা কি আদৌ বাস্তবায়নের পথে?
নাকি আবারও পথ হারাচ্ছে বাংলাদেশ?
সেদিন আমি দেখেছি-একজন বাবা, যিনি তার ছেলেকে আন্দোলনে হারিয়েছিলেন, তিনি রাস্তার পাশে সেজদা দিয়ে কাঁদছিলেন। তিনি বলেছিলেন, “আজ আমি খুশি, আমার ছেলের আত্মা শান্তি পাবে।”কিন্তু আমি বারবার ভাবি-আত্মা কি সত্যিই শান্তি পাবে, যতদিন না বিচার হবে? যতদিন না সংস্কার হবে? যতদিন না সত্যিকার ‘নতুন বাংলাদেশ’ গড়ে উঠবে?
আমার শিক্ষার্থীদের অনেকেই জানতো না তারা আদৌ কোনো সরাসরি লাভ পাবে কি না-তবুও তারা প্রতিবাদ করেছিল। তারা এসেছিল শুধু সত্যের পক্ষে দাঁড়াতে।
৫৮ তাদের রক্ত ছিল শর্তহীন।
৫ তাদের আন্দোলন ছিল নিঃস্বার্থ।
৫ তাদের চেতনা ছিল মহৎ।
এটাই ২৪-এর গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সৌন্দর্য- এখানে ছিল না কোনো দলীয় লোগো, ছিল না কোনো ব্যানার, শুধু ছিল ছাত্রসমাজের বুকভরা আস্থা আর মায়ের মাটির প্রতি প্রেম। এটা ছিল এক নতুন বাংলাদেশের জন্মকথা।
আমরা যারা শিক্ষক, আমরা এই আন্দোলনের শুধু সাক্ষী নই-আমরা এর গর্বিত সহযাত্রী। আমি বিশ্বাস করি-এই প্রজন্ম থেমে যাবে না। স্বপ্নের বাংলাদেশ একদিন বাস্তবে রূপ নেবে। আর সেই ইতিহাসে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নাম লেখা থাকবে প্রথম সারিতে-গর্ব আর সম্মানের সঙ্গে।
ইনকিলাব জিন্দাবাদ।
জয় হোক সত্যের, জয় হোক সাহসের, জয় হোক স্বপ্নের বাংলাদেশের।
রোমানা রহমান
সিনিয়র লেকচারার
ডিপার্টমেন্ট অব ইনফরমেশন স্টাডিজ
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি