“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি ” প্রতিপাদ্যকে উপলক্ষ্য করে কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্যদিয়ে তিনদিন ব্যাপী বৃক্ষমেলা ২০২৫ এর শুভ উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো: শাহজাহান আলী। বৃহস্পতিবার ১৭ জুলাই সকালে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মাননীয় উপাচার্য ফিতা কেটে উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত কথা বলেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো.শাহজাহান আলী,একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড. আ. ন. ম. রেজাউল করিম, রেজিস্ট্রার এস.এম.আব্দুল লতিফ ও কৃষি অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান প্রফেসর মো: জাহিদুল আমিন।সকলের বক্তব্যে অন্তত একটি করে গাছ যেনো সবাই লাগায় উপস্থিত সকলকে এই আহ্বান জানান এবং কুষ্টিয়াবাসিকে বৃক্ষমেলায় আসা ও গাছ কেনায় উদ্বুদ্ধ করেন। ফিতা কেটে উদ্বোধন শেষে উপস্থিত অতিথিবৃন্দ বৃক্ষমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষি বিভাগের এগ্রোনমি ফিল্ড এন্ড হর্টিকালচার ফার্মে কাঁঠাল ও পেয়ারা ফলের চারা রোপন করেন। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: নূর উদ্দিন আহমেদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও প্রক্টর এস.এম. হাসিবুর রশিদ তামিম, কৃষি বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর,প্রভাষক ও বৃক্ষমেলা আয়োজন কমিটির আহ্বায়ক জনাব ইফফাত জাহান হীরা সহ বিভিন্ন বিভাগের প্রধান, অন্যান্য সম্মানিত শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী বৃন্দ, সকল বিভাগের শিক্ষার্থী, রোভার স্কাউটস সদস্যবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ। উক্ত বৃক্ষমেলায় আকাবা নার্সারি, রিয়া নার্সারি, রোজা গার্ডেন, স্বপ্ন বিলাস নার্সারি ও আরিফ নার্সারি সহ কৃষি বিভাগের স্টল অংশগ্রহণ করেছে। বৃক্ষমেলা চলবে ১৭,১৮ ও ১৯ জুলাই, ২০২৫ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি বিভাগের শিক্ষক জনাব হাসিবুল হাসান।