শিরোনামঃ
শিরোনামঃ
কেশবপুরে ধর্ষনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যানের ঘোষণা গণ অধিকার পরিষদের — আলোচনার দাবিতে স্পষ্ট অবস্থান মোল্লাহাটে ১টি শিশু বিদ্যালয় মাঠে ডাস্টবিনের নোংরা পানি জমাট বাঁধা! গজারিয়ায় থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে নির্মাণাধীন বিআইড ব্লিউটিসির-উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মিরপুরে বিএনপির বিজয় শোভাযাত্রা ও গণজমায়েত অনুষ্ঠিত শিশুর জীবনের শ্রেষ্ঠ পুষ্টি—মায়ের দুধ কুষ্টিয়ার মিনি কক্সবাজার খ্যাত পদ্মা-গড়াই মোহনা “বৃটেনের কার্ডিফে দারুল ক্বিরাত তথা ইনটেনসিভ তাজবীদ কোর্স ২০২৫ এর শুভ  উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে কুষ্টিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি
নোটিশঃ
আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ শেয়ার করে আমাদের সাথে থাকুন।

কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে গাড়ি বহর মিছিল অনুষ্ঠিত

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
August 5, 2025, 11:04 am

 

দেশব্যাপী চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ডাকা কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এক বিশাল গাড়ি বহর মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১২ জুলাই শনিবার বিকেলে এই মিছিলটি যদুবয়রা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শুরু হয়ে কুমারখালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন কুমারখালী উপজেলা যুবদলের সদস্য ও যদুবয়রা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শামিম হোসেন।

মিছিলে অংশ নেন যদুবয়রা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের যুবদল, ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা। তারা জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে দেশ ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নেতাকর্মীরা বলেন, “বর্তমান অবৈধ সরকারের দমন-পীড়ন, নিপীড়ন ও গণতন্ত্র হত্যার প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়েছে। দেশের গণতান্ত্রিক আন্দোলনে আমরা মাঠে আছি এবং থাকব।”

শামিম হোসেন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “যুবদল-ছাত্রদল শুধু মাঠেই নয়, মানুষের হৃদয়েও আস্থা অর্জন করেছে। এই আন্দোলন জনগণের, তাই কোনো দমন-পীড়নে আমরা দমে যাব না।”

মিছিলে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করেন শতাধিক নেতাকর্মী, যারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর