দীর্ঘ ১৭ বছর পর বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র বহুল প্রতীক্ষিত দ্বিবার্ষিক সম্মেলন। আগামী ১৬ জুলাই (বুধবার) উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে এ সম্মেলন আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে।
সম্মেলন ঘিরে উপজেলা জুড়ে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য ও রাজনৈতিক উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ বিরতির পর এমন আয়োজন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার জন্ম দিয়েছে। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আবারও সংগঠনের সাংগঠনিক চেতনায় সক্রিয় হয়ে উঠছেন।
এবারের সম্মেলনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই অভিজ্ঞ নেতা—সাবেক উপজেলা সভাপতি চৌধুরী সেলিম আহমেদ এবং শেখ হাফিজুর রহমান। উভয়েই নিজ নিজ অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও রাজনৈতিক দূরদর্শিতার আলোকে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছেন।
শেখ হাফিজুর রহমান সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে প্যানেলে রেখেছেন সদ্য সাবেক জেলা যুবদলের সভাপতি, সাবেক ছাত্রনেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদকে। অন্যদিকে, চৌধুরী সেলিম আহমেদ সাধারণ সম্পাদক পদে মনোনীত করেছেন বর্তমান আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও সাবেক যুবদল নেতা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে।
সম্মেলন উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুরু হয়েছে ব্যানার-পোস্টার, লিফলেট বিতরণ, মতবিনিময় সভা এবং গণসংযোগ কর্মসূচি। এতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের মাঝেও আগ্রহ তৈরি হয়েছে।
স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, এই সম্মেলন বিএনপির মোল্লাহাট শাখার সাংগঠনিক শক্তি পুনর্গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আগামী দিনের রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে।
তবে সম্মেলন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।
নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে একটি সুগঠিত কমিটি গঠনের মধ্য দিয়ে বিএনপির মোল্লাহাট উপজেলা শাখা নতুন দিগন্তে যাত্রা শুরু করবে—এমন প্রত্যাশাই করছেন নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ।
সম্পাদকঃ এস এম এইচ ইমরান, প্রকাশকঃ আমেনা খাতুন ইভা
All rights reserved ©2017dailyaparadhchakra.com