শিরোনামঃ
শিরোনামঃ
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ০১টি ওয়ান শুটারগান উদ্ধার কুষ্টিয়ায় রয়েল এক্সসিলেন্স স্কুল অ্যান্ড কলেজে ছাত্রদের ঝগড়া নিয়ে থানায় অভিযোগ, পরবর্তীতে আলোচনার মাধ্যমে মীমাংসা কুষ্টিয়ায় ধর্মীয় উৎসবের উজ্জ্বল দৃষ্টান্ত: শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত। কুষ্টিয়ায় রথে মেলায় চাঁদাবাজি, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের লাঞ্ছনা মাজমাদার পরিবারের গর্ব ঝিনাইদহের কৃতি সন্তান “বশির উদ্দিন আহমেদ মাজমাদার”। বাংলাদেশ লোকগবেষণা পরিষদের আত্মপ্রকাশ যশোরে শিশু ও নারীসহ তনি জন এসিড হামলার শিকার হিমেল এয়ার ট্রাভেলস সার্ভিসের প্রতারণায় সৌদি আরবে দুই লক্ষাধিক মহিলা ধর্ষণের শিকার! মোল্লাহাট উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিলের ফর্ম বিক্রি শুরু। মেদেনী মহল নিদনপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার নির্বাচনে মাওলানা আব্দুর রশীদ সভাপতি নির্বাচিত
নোটিশঃ
আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ শেয়ার করে আমাদের সাথে থাকুন।

কুষ্টিয়ায় রথে মেলায় চাঁদাবাজি, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের লাঞ্ছনা

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
July 6, 2025, 12:55 am

 

কুষ্টিয়ার এনএস রোডের দুই পাশে ফিরতি  রথযাত্রা উপলক্ষে আয়োজিত গ্রামীণ মেলায় এক শ্রেণির দুর্বৃত্ত কর্তৃক চাঁদাবাজির ঘটনা ঘটেছে। ৫ জুলাই দুপুর ১টার দিকে তোফাজ্জল হেলথ কেয়ারের সামনে চাঁদা আদায়ের অভিযোগে现场ে যান স্থানীয় সাংবাদিকরা। সেখানে দেখা যায়, ৭-৮ জনের একটি চাঁদাবাজ চক্র কুষ্টিয়া পৌরসভা-র ভুয়া খাজনা রশিদ দেখিয়ে অস্থায়ী দোকানিদের কাছ থেকে ৫০, ১০০ এবং কখনো ২০০ টাকা পর্যন্ত আদায় করছে। এমনকি ক্যামেরার সামনে চাঁদা আদায়ের দৃশ্য ধারণ করার সময় চাঁদাবাজরা সাংবাদিকদের উপর হামলা চালায়।

এটিএন বাংলা ও দৈনিক কালবেলা-র জেলা প্রতিনিধি খ. তুহিন আহমেদ ও ক্যামেরাম্যান সালাউদ্দিন আহমেদ আক্রান্ত হন। দুর্বৃত্তরা তাদের ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি সালাউদ্দিন আহমেদের মানিব্যাগ ছিনিয়ে নেয়। ঘটনার সাথে জড়িতদের মধ্যে পৌর কাউন্সিলর কৌশিক আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রোমান (৪৫), পিতা: মজনু এবং শামিম (৪০), পিতা: মৃত লাল, উভয়েই আড়োয়াপাড়া রাজার পুকুর এলাকার বাসিন্দা। এছাড়া চাঁদা আদায়কারী হিসেবে আরও নাম পাওয়া গেছে—আসিফ, তারেক, শাহিন ও খোকন। অস্থায়ী দোকানদার মো. সামাদ বলেন, “দীর্ঘদিন ধরে রথমেলায় দা-বটি-কাঁচি বিক্রি করি। এবারই প্রথম দেখলাম খাজনার নামে টাকা নিচ্ছে।” বারাদি এলাকার কাপড় ব্যবসায়ী মাহাবুল জানান, “আগে কখনো এমন দেখিনি, এবার টাকা না দিলে ভয় দেখাচ্ছে।”কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান জানান, “এ বিষয়ে আগেও অভিযোগ পেয়েছি। থানায় জাল রশিদে খাজনা আদায়ের অভিযোগ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” মেলায় ব্যবসা করতে আসা অনেকেই অভিযোগ করেন, ফিরতি রথের মতো এক সপ্তাহ আগে মূল রথেও একইভাবে চাঁদা তোলা হয়েছিল। অভিযোগ রয়েছে, এ চাঁদাবাজরা আগের শাসনামলে দলীয় পরিচয়ে এমন কর্ম করলেও বর্তমানে জেলা  বিএনপি নেতাদের ছত্রছায়ায় অপকর্ম চালাচ্ছে।এ ঘটনায় মেলা ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন কুষ্টিয়ার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর