শিরোনামঃ
শিরোনামঃ
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ০১টি ওয়ান শুটারগান উদ্ধার কুষ্টিয়ায় রয়েল এক্সসিলেন্স স্কুল অ্যান্ড কলেজে ছাত্রদের ঝগড়া নিয়ে থানায় অভিযোগ, পরবর্তীতে আলোচনার মাধ্যমে মীমাংসা কুষ্টিয়ায় ধর্মীয় উৎসবের উজ্জ্বল দৃষ্টান্ত: শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত। কুষ্টিয়ায় রথে মেলায় চাঁদাবাজি, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের লাঞ্ছনা মাজমাদার পরিবারের গর্ব ঝিনাইদহের কৃতি সন্তান “বশির উদ্দিন আহমেদ মাজমাদার”। বাংলাদেশ লোকগবেষণা পরিষদের আত্মপ্রকাশ যশোরে শিশু ও নারীসহ তনি জন এসিড হামলার শিকার হিমেল এয়ার ট্রাভেলস সার্ভিসের প্রতারণায় সৌদি আরবে দুই লক্ষাধিক মহিলা ধর্ষণের শিকার! মোল্লাহাট উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিলের ফর্ম বিক্রি শুরু। মেদেনী মহল নিদনপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার নির্বাচনে মাওলানা আব্দুর রশীদ সভাপতি নির্বাচিত
নোটিশঃ
আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ শেয়ার করে আমাদের সাথে থাকুন।

মেদেনী মহল নিদনপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার নির্বাচনে মাওলানা আব্দুর রশীদ সভাপতি নির্বাচিত

মোস্তাক চৌধুরীঃ
July 5, 2025, 10:25 pm

রাজনগর উপজেলার ঐতিহ্যবাহী মেদেনী মহল এলাকার দ্বীনি শিক্ষা প্রতিষ্টান ঐতিহ্যবাহী মেদেনী মহল নিদনপুর লতিফিয়া দাখিল মাদ্রাসায় সম্প্রতি ম্যানিজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে মাওলানা আব্দুর রশীদ ম্যানিজং কমিটির সভাপতি নির্বাচিত হন। উক্ত মাদ্রাসায় প্রথমতো দাতা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপর ম্যানেজিক কমিটির সদস্যদের নির্বাচনে সভাপতি পদে মাওলানা আব্দুর রশীদ শারতুনি সভাপতি নির্বাচিত হন।

উক্ত নির্বাচন প্রথম দাতা সদস্যদের মধ্যে নির্বাচন অনুষ্টিত হলে এতে দুইজন দাতা সদস্য পদে প্রার্থী হন। তারা হলেন শফিকুল ইসলাম আয়রন ও মাওলানা আব্দুর রশীদ শারতুনি। দাতা সদস্যর মোট ভোটার ছিলেন ২৭ জন এর মধ্যে শফিকুল ইসলাম আয়রন পেয়েছেন ১১ ভোট ও মাওলানা আব্দুর রশীদ পেয়েছেন ১৩ ভোট। অনুপস্থিত ছিলেন ৩ জন ভোটার। দাতা সদস্য মাওলানা আব্দুর রশীদ নির্বাচিত হওয়ার পর ম্যানিজিং কমিটির নয় সদস্যদের মধ্যে ভোটে মাওলানা আব্দুর রশীদ উক্ত মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি নির্বাচিত হন।

জানাগেছে মাওলানা আব্দুর রশীদ উক্ত এলাকার এক সম্ভান্ত্র মুসলিম পরিবারের সন্তান। সেঁ উক্ত এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহুম আব্দুস সালাম সাহেবের ৪র্থ সন্তান। সেঁ নম্র ভদ্র ও বিনয়ী একজন সামাজিক সংগঠক। মাওলানা আব্দুর রশীদ ২০০৬ সালে দাখিল পাশ করে উত্তরমুলাইম ও মল্লিক সরাই দাখিল মাদ্রাসা থেকে। তারপর ২০০৮ সালে ফ্রেন্চুগঞ্জ হাঁটুভাঙা আলীম মাদ্রাস থেকে আলিম পাশ করেন। ২০১২ সালে বাদে দেওরাই ফুলতলি কামিল মাদ্রাসা থেকে ফাজিল পাশ করেন। সর্বশেষ বাদে দেওরাই ফুলতলি কামিল মাদ্রাসা থেকে ২০১৫ সালে কামিল পাশ করেন এবং ২০১৭ সালে ইসলামী ইউনিভারসিঁটি কুষ্টিয়া থেকে অনার্স পাশ করেন সাবজেক্ট ছিল (হাদিস এন্ড ইসলামি ট্রাডিজ)

সেঁ কোন রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত নয়। ধর্ম প্রচারে সামসুল উলামা রইসুর কোর্রাওয়াল মুফাসসিরিন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলির হাতেগড়া ধর্মীয় মনস্তাত্ত্বিক চিন্তাধারার কাফেলা তালামীযে ইসলামীয়া সংগঠনের সাথে যুক্ত হয়। ২০০৮ সালে তালামীযে ইসলামীয়া মুন্সীবাজার ইউনিয়ন শাখার সভাপতি নির্বাচিত হয়ে সংগঠনের দায়িত্ব পালন করেন। সেঁ আপাদমস্তক একজন সৎ সাহসী সামাজিক ও ধর্মীয় সংগঠক। সে মেদেনী মহল নিদনপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ার বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেত্রিবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

মেদিনী মহল নিদনপুর লতিফিয়া দাখিল মাদ্রাসা ১৯৭৯ সালে মাদ্রাসার যাত্রা শুরু হয়। বর্তমানে মাদ্রাসাটিতে ছাত্র / ছাত্রীর সংখ্যা ৭০০ শতর উপরে শিক্ষক / শিক্ষিকা ১০ জন রয়েছেন। মাদ্রাসাটির ছাত্র / ছাত্রীরা প্রতি বছর ভাল রেজাল্ট করে আসছে কিন্তুু মাদ্রাসাটি প্রতিকূর পরিবেশে নানা সমস্যায় জর্জরিত। মাদ্রাসাটি কোর্ড পেলেও আজ আবধী এমপিভূক্ত হয়নি। মাদ্রাসাটিকে এমপিভূক্তির জন্য মাদ্রাসা বোর্ডে জমিসহ সকল কাগজপত্র পাটানো হয়েছে কিন্তুু এমপিওভূক্তি হচ্ছে না। অত্র এলাকার মানুষের প্রাণের দাবী মাদ্রাসাটি এমপিওভূক্তি করানো। এলাকার মানুষ মাদ্রাসা বোর্ডের উর্ধতন কতৃপক্ষের সু কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর