ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন আমিন ছুম্মা আমিন। রাজনগর উপজেলা মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছালেক আহমেদের সহধর্মীনি আর নেই। মহান রাব্বুল আলামিনের ডাকে তিনি পরপারে। গতরাত র ২ ঘটিকার সময় সিলেট আল হারামাইন হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমীন। জানাজার নামাজ আজ বেলা ২ ঘটিকার সময় মুন্সীবাজারের ঐতিহ্যবাহী হজরত কাজী খন্দকার মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত নামাজে জানাযায় রাজনগরের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খোদা যেন তাকে জান্নাতের উঁচু মোকাম দান করেন আমিন ছুম্মা আমিন।
বিচারী বড় ভাল বড় মনের মানুষ ছিলেন। সর্দাসর্বদা অন্যায়ের প্রতিবাদকারী একজন সহজ সরল সাদামাটা সাদা মনের মানুষ ছিলেন। দীর্ঘদিন থেকে ডায়বেটিসসহ নানা রোগে ভুগছিলেন। মহান রাব্বুল আলামিনের ডাকে আজ তিনি না ফেরার দেশে চলে গেলেন। এরকম নিরহংকারী সংসারী একজন মহিলা এ যোগে বড় বিরল। সেই ভাল মানুষটিকে আমি কাছ থেকে দেখেছি। এ ভাল মানুষটি অকালে সাজানো সংসার ছেড়ে আজ না ফেরার দেশে। খবরটি শুনে মনে বড় কষ্ট পেলাম বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আমরা সভাই একদিন এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।
হে মহান মালিক এ ভাল সৎ সত্যবাদী মানুষটিকে তুমি জান্নাতের উঁচু মোকাম দান করেন আমিন ছুম্মা আমিন।