কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলার শিকার হয়েছেন মো. শফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় কুমারখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শফিকুল ইসলাম কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মাস্টারের ছেলে। শফিকুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে রাতে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরিবার সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল অভিযুক্তদের সঙ্গে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল শফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের বাসিন্দা মো. মুসা শাহ (৫০), মো. ইসাহাক শাহ (৪৫) ও মো. দাউদ শাহ (৩৬)-এর। অভিযুক্তদের পিতার নাম বাল্যক শাহ। পূর্ব বিরোধের জেরে বুধবার (২ জুলাই) রাতে শফিকুল ইসলামকে একা পেয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতের পরিবারের দাবি, এটি ছিল পরিকল্পিত হত্যাচেষ্টা। এ ঘটনায় কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়েছে।অভিযোগ পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্ত করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আহতের পরিবার সার্বক্ষণিক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।