খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিদ্যুৎ বিভাগের চলমান দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ফুঁসে উঠেছে সাধারণ গ্রাহকরা।
মঙ্গলবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা বিদ্যুত অফিসের সামনে মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় ছাত্র ও সচেতন নাগরিক সমাজ।
এর আগে বোয়ালখালী বাজার এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল দীঘিনালার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। উক্ত প্রতিবাদ মিছিলে যোগ দেন শতাধিক ভুক্তভোগী গ্রাহক।
কর্মসূচির নেতৃত্ব দেন ছাত্র প্রতিনিধি মো. খালেদ হাসান রবিন, তরিকুল ইসলাম ফাহিম, মো. মারুফ খান, ও মো. শাকিলসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বিদ্যুৎ অফিসের একের পর এক অনিয়মের চিত্র তুলে ধরেন। তারা অভিযোগ করেন- নতুন সংযোগ, মিটার প্রতিস্থাপন, বিল সংশোধনসহ প্রতিটি সেবার জন্য গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করা হচ্ছে। নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ জনগণ।
বক্তারা আরও বলেন, ‘জনসেবার নামে চলছে ঘুষের কারখানা। বিদ্যুৎ অফিস এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। আমরা আর মুখ বুজে থাকবো না, এখনই সময় প্রতিরোধ গড়ার।’
মানববন্ধন থেকে দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার দাবি করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর গণআন্দোলনের ডাক দেওয়া হবে।’
সচেতন মহল মনে করছে, দ্রুত ব্যবস্থা না নিলে জনগণের ক্ষোভ আরও বিস্ফোরিত হতে পারে।