বরিশালে গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের বিরুদ্ধে জাতীয় পার্টি নেতৃবৃন্দ কর্তৃক দায়েরকৃত একটি “উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা”-র প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় কুষ্টিয়া জেলা গণ-অধিকার পরিষদের উদ্যোগে শহরের প্রধান সড়কে বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গন অধিকার পরিষদ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুজ্জামান এবং সার্বিক তত্ত্বাবধান করেন সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মজমপুর গেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে পরিচালনা করেন গণ-অধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রনেতা রাজিবুল ও বিপ্লব। বক্তারা বলেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের প্রধান সহযোগী হিসেবে যারা কাজ করেছে, তারাই এখন দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত। মিথ্যা মামলার মাধ্যমে দেশে সংঘাত সৃষ্টি করা হচ্ছে।”
তারা এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান এবং “ফ্যাসিবাদী শাসকের সহযোগীদের বিচারের” দাবি তোলেন। এসময় আরও উপস্থিত ছিলেন রাফিদ, শ্রমিক নেতা মিলন মালিথা, সাব্বিরসহ গণ-অধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।