শিরোনামঃ
শিরোনামঃ
কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ০১টি ওয়ান শুটারগান উদ্ধার কুষ্টিয়ায় রয়েল এক্সসিলেন্স স্কুল অ্যান্ড কলেজে ছাত্রদের ঝগড়া নিয়ে থানায় অভিযোগ, পরবর্তীতে আলোচনার মাধ্যমে মীমাংসা কুষ্টিয়ায় ধর্মীয় উৎসবের উজ্জ্বল দৃষ্টান্ত: শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত। কুষ্টিয়ায় রথে মেলায় চাঁদাবাজি, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের লাঞ্ছনা মাজমাদার পরিবারের গর্ব ঝিনাইদহের কৃতি সন্তান “বশির উদ্দিন আহমেদ মাজমাদার”। বাংলাদেশ লোকগবেষণা পরিষদের আত্মপ্রকাশ যশোরে শিশু ও নারীসহ তনি জন এসিড হামলার শিকার হিমেল এয়ার ট্রাভেলস সার্ভিসের প্রতারণায় সৌদি আরবে দুই লক্ষাধিক মহিলা ধর্ষণের শিকার! মোল্লাহাট উপজেলা বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিলের ফর্ম বিক্রি শুরু। মেদেনী মহল নিদনপুর লতিফিয়া দাখিল মাদ্রাসার নির্বাচনে মাওলানা আব্দুর রশীদ সভাপতি নির্বাচিত
নোটিশঃ
আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ শেয়ার করে আমাদের সাথে থাকুন।

রেলওয়েতে বেপরোয়া দুর্নীতি প্রকৌশলী আহসান হাবিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ নিজ

নিজস্ব প্রতিবেদক
July 5, 2025, 11:08 pm

রেলগাড়ি মামার গাড়ি এ প্রতিপাদ্য অতি পুরনো হলেও বিগত সরকারের আমলের দুর্নীতি চলমান রয়েছে রেলওয়ে তে। রেলওয়ের বিভিন্ন প্রকল্পে অনিয়ম, ঘুষ গ্রহণ, ভুয়া কাজে বিল উত্তোলন এবং রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের অভিযোগ উঠেছে রেলওয়ের ঢাকা বিভাগীয় প্রকৌশলী-২ আহসান হাবিবের বিরুদ্ধে। তাঁর লাগামহীন দুর্নীতি কোনভাবে পিছু ছাড়ছে না। এ কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারের রাজস্ব খাতগুলো। এসব অনিয়মের বিষয়গুলো সাধারণ মানুষের নজরে আসলে হরিদাস হাওলাদার শিপন নামের এক ব্যক্তি এসব দুর্নীতি প্রতিরোধের জন্য রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে , আহসান হাবিব ২০২১ সালে চট্টগ্রাম বিভাগীয় প্রকৌশলী থাকাকালে দাপ্তরিক প্রাক্কলন ছাড়াই একসঙ্গে ৮২টি টেন্ডার আহ্বান করেন, যেগুলোর বেশির ভাগই ছিল বাসাবাড়ি মেরামত, রেল ফেন্সিং ও পাইপলাইন মেরামতের মতো অপ্রয়োজনীয় এবং লুকায়িত কাজ। এছাড়াও ওই অভিযোগে আরও উল্লেখ করেন , প্রতিটি প্রকল্পের বিপরীতে তিনি ঠিকাদারদের কাছ থেকে ২ লাখ টাকা করে ঘুষ গ্রহণ করেছেন।

অভিযোগকারী আরও উল্লেখ করেছেন, ওই সকল প্রকল্পের জন্য পর্যাপ্ত বরাদ্দ না থাকলেও কাজের চুক্তি সম্পন্ন করে আস্তে আস্তে বিল প্রদান করা হয়েছে—বেশির ভাগ ক্ষেত্রেই প্রকৃত কাজ না করেই বিল প্রদান করেছেন দুর্নীতি বাজ প্রকৌশলী। অভিযোগ অনুযায়ী, এসব টেন্ডারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন হলেও তার রিপোর্ট কার্যকর না করে বরং ওই অবৈধ কার্যক্রমকে ‘বৈধতা’ দেওয়া হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ রয়েছে, চট্টগ্রামের এসএসএ/ই ওয়াটার ওয়ার্কস এর আবু হানিফ পাশা এবং এসএসএ/যি ওয়াটার ওয়ার্কস পাহাড়তলীর মো: সোহেল রানার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও তারা এখনও বহাল তবিয়তে আছেন।
এসব দুর্নীতিতে তৎকালীন সহকারী প্রধান প্রকৌশলী (এ.সি.ই) এবং বর্তমান ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক (ডি.আর.এম) মহিউদ্দিন আরিফের সম্পৃক্ততার অভিযোগও উত্থাপন করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, আহসান হাবিব লালমনিরহাটে দায়িত্বে থাকার সময় ৩৪ কোটি টাকার প্রকল্পে ঘুষ ও অনিয়মে জড়িত ছিলেন। উলিপুর থেকে চিলমারী পর্যন্ত ট্র্যাক মেইনটেন্যান্স প্রকল্পে মাটি রেলওয়ের নিজস্ব জমি থেকে উত্তোলন করে ঠিকাদারকে অবৈধভাবে লাভবান করেন এবং সেই অর্থ গোপনে ভাগাভাগি করে নেন।

এছাড়া গাইবান্ধার ছাদুল্লাপুরে রেলওয়ের জমি থেকে শতাধিক গাছ কেটে বিক্রি করে টাকা সরকারি তহবিলে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একইভাবে, ব্যালাস্ট সরবরাহ, রাস্তা কার্পেটিং ও আবাসিক ভবন মেরামতের কাজেও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভাগবাটোয়ারার অভিযোগ পাওয়া যায়।

ব্যক্তিগত অভিযোগ হিসেবেও হরিদাস হাওলাদার জানান , আহসান হাবিব তার কাছ থেকে দুই দফায় মোট ৪ লাখ টাকা নিলেও প্রতিশ্রুতি মোতাবেক কাজ দেননি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে টালবাহানা শুরু করেন। হরিদাস আক্ষেপ করে রেলমন্ত্রলয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যথাযথ তদন্তের মাধ্যমে এ দুর্নীতি গুলো জনসমক্ষে প্রকাশ করে অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

এসব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আহসান হাবিব বলেন , অভিযোগ অনেক থাকে। তবে এই বিষয়ে পরে কথা বলি। আমি একটা মিটিংয়ে আছি। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব দেয়নি।

এ বিষয়ে রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বলেন, এমন অভিযোগ প্রসঙ্গে আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর