শিরোনামঃ
শিরোনামঃ
কুষ্টিয়া মিরপুর উপজেলায় আজ থেকে শুরু হতে যাচ্ছে নৈশ প্রহরীর পাহাড়া। চাঁপাইনবাবগঞ্জে জুলাই পদযাত্রা মাইকের ভলিউম কমান, মনটা বড় করুন! কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ০১টি ওয়ান শুটারগান উদ্ধার কুষ্টিয়ায় রয়েল এক্সসিলেন্স স্কুল অ্যান্ড কলেজে ছাত্রদের ঝগড়া নিয়ে থানায় অভিযোগ, পরবর্তীতে আলোচনার মাধ্যমে মীমাংসা কুষ্টিয়ায় ধর্মীয় উৎসবের উজ্জ্বল দৃষ্টান্ত: শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত। কুষ্টিয়ায় রথে মেলায় চাঁদাবাজি, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের লাঞ্ছনা মাজমাদার পরিবারের গর্ব ঝিনাইদহের কৃতি সন্তান “বশির উদ্দিন আহমেদ মাজমাদার”। বাংলাদেশ লোকগবেষণা পরিষদের আত্মপ্রকাশ যশোরে শিশু ও নারীসহ তনি জন এসিড হামলার শিকার
নোটিশঃ
আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ শেয়ার করে আমাদের সাথে থাকুন।

কুষ্টিয়া মিরপুর উপজেলায় আজ থেকে শুরু হতে যাচ্ছে নৈশ প্রহরীর পাহাড়া।

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
July 7, 2025, 9:14 am

 

কুষ্টিয়া মিরপুর উপজেলায় চোর ডাকাতের উৎপাত বেড়েই চলেছে,চোর ডাকাতের হাত থেকে রেহাই পেতে গ্রামবাসীর এই উদ্যোগ।
সর্ব সাধারণ মানুষের মধ্যে ভয়ের আতংক ব্রাজ করছে,
মিরপুর উপজেলার ছাতিয়ান ও পার্শ্ববর্তী স্বরূপদহ দুটি গ্রামের মাঝে অবস্থিত বিশাল বড় মাঠ।

আর এই মাঠে প্রায় রোজকার ঘটনা ডাকাতি,এর থেকে রিহায় পাননি দুটি গ্রামের অবস্তানরত স্থানীয় বাসিন্দারা।মিরপুর উপজেলার জনপ্রিয় একটি যায়গা পোড়াদহ।এখানে অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম কাপুড়ের হাট।

তাছাড়া পোড়াদহ রেল ওয়ে জংশন থাকার কারনে,মিরপুর বা তার আশে পাশে গ্রামের মানুষ প্রতিদিনই যাওয়া আসা করে থাকে পোড়াদহে।

এবং অনেক যাত্রী ঢাকা,খুলনা থেকে গভীর রাতে পোড়াদহ জংশনে নামে,পোড়াদহর মত গুরুত্বপূর্ণ স্থানে কোন আবাসিক হোটেল না থাকার কারনে,যত রাত ই হোক না কেন,যাত্রীরা তাদের জীবনের ঝুকি নিয়ে নিজ নিজ গন্তব্যের দিকে রওনা করেন।

আর তখনই পড়ে যায় ওত পেতে থাকা ডাকাতদের কবলে লুটে ন্যায় সর্বস্ব নেওয়ার পর ও তাদের প্রাণ নাশের আশঙ্কা থাকে যায়।

যার কারনে দুটি গ্রামের মানুষের মনে সর্বদা আতঙ্ক বিরাজ করছে,চোর ডাকাতের হাত থেকে মুক্তি পেতে,দুটি গ্রাম পর্যায়ে,চেয়ারম্যান ও মেম্বার এবং গ্রামের সর্ব সাধারণ মানুষের সিদ্ধান্ত ক্রমে আজ তাং ০৭/০৭/২০২৫ ইং হতে দলগত ভাবে গ্রামে নৈশ পাহাড়ার ব্যাবস্থা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর