কুষ্টিয়া মিরপুর উপজেলায় চোর ডাকাতের উৎপাত বেড়েই চলেছে,চোর ডাকাতের হাত থেকে রেহাই পেতে গ্রামবাসীর এই উদ্যোগ।
সর্ব সাধারণ মানুষের মধ্যে ভয়ের আতংক ব্রাজ করছে,
মিরপুর উপজেলার ছাতিয়ান ও পার্শ্ববর্তী স্বরূপদহ দুটি গ্রামের মাঝে অবস্থিত বিশাল বড় মাঠ।
আর এই মাঠে প্রায় রোজকার ঘটনা ডাকাতি,এর থেকে রিহায় পাননি দুটি গ্রামের অবস্তানরত স্থানীয় বাসিন্দারা।মিরপুর উপজেলার জনপ্রিয় একটি যায়গা পোড়াদহ।এখানে অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম কাপুড়ের হাট।
তাছাড়া পোড়াদহ রেল ওয়ে জংশন থাকার কারনে,মিরপুর বা তার আশে পাশে গ্রামের মানুষ প্রতিদিনই যাওয়া আসা করে থাকে পোড়াদহে।
এবং অনেক যাত্রী ঢাকা,খুলনা থেকে গভীর রাতে পোড়াদহ জংশনে নামে,পোড়াদহর মত গুরুত্বপূর্ণ স্থানে কোন আবাসিক হোটেল না থাকার কারনে,যত রাত ই হোক না কেন,যাত্রীরা তাদের জীবনের ঝুকি নিয়ে নিজ নিজ গন্তব্যের দিকে রওনা করেন।
আর তখনই পড়ে যায় ওত পেতে থাকা ডাকাতদের কবলে লুটে ন্যায় সর্বস্ব নেওয়ার পর ও তাদের প্রাণ নাশের আশঙ্কা থাকে যায়।
যার কারনে দুটি গ্রামের মানুষের মনে সর্বদা আতঙ্ক বিরাজ করছে,চোর ডাকাতের হাত থেকে মুক্তি পেতে,দুটি গ্রাম পর্যায়ে,চেয়ারম্যান ও মেম্বার এবং গ্রামের সর্ব সাধারণ মানুষের সিদ্ধান্ত ক্রমে আজ তাং ০৭/০৭/২০২৫ ইং হতে দলগত ভাবে গ্রামে নৈশ পাহাড়ার ব্যাবস্থা করেন।