ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।
কুষ্টিয়া হরিপুরের সিনিয়র, জুনিয়র, রাজনৈতিক কিংবা অরাজনৈতিক—সবাইয়ের সাথেই আমার আন্তরিক সুসম্পর্ক। সেই সম্পর্কের পরিসরে একজন মানুষের নাম শ্রদ্ধাভরে উচ্চারণ করতে হয়—বাবর মামা।
অল্প সময়ের পরিচয়ে তাঁর সঙ্গে গড়ে উঠেছিল এক গভীর আত্মিক সম্পর্ক।
নিরহংকারী, বিনয়ী, সদা হাস্যময় একজন অসাধারণ মানুষ ছিলেন তিনি।
একজন ভালো মানুষ হবার জন্য যে সকল গুণাবলী প্রয়োজন, তার প্রায় সবকটাই ছিল তাঁর মাঝে।
কিছুদিন আগেও তিনি নিজে থেকে কল করে আমার বাবার খোঁজখবর নিয়েছিলেন—যেন একজন আপনজনের মতোই।
কিন্তু আজ, সেই মানুষটিই আমাদের ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে…
😭😭
রাজনৈতিক অঙ্গনেও তাঁর অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই।
তিনি বহুবার আমাদের স্নেহভরে দাওয়াত করে তার বাড়িতে খাওয়াইয়েছেন।
বড় আফসোস, জীবদ্দশায় তাঁর জন্য কিছুই করতে পারিনি…
হে আল্লাহ!
আপনার প্রিয় এই বান্দাকে আপনি ক্ষমা করে দিন।
তাঁর জীবনের সমস্ত ভুল-ত্রুটি ক্ষমা করে দিন।
তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন।
আমিন…🤲