যশোরের কেশবপুরে সাবেক পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়লকে আটক করে পুলিশে দেয় ছাত্র জনতা।সাবেক পৌর মেয়র রফিক ছিলেন মাটি কাঁটা লেবারের দালাল।সে লেবার কাছ থেকে দালালী করে চলতো। হঠাৎ করে আওয়ামীলীগ ক্ষমতায় আসায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় রফিক।
দালালী ছেড়ে রাজনীতিতে নাম লেখান,হয়ে ওঠেন যশোরে আওয়ামীলীগের সন্ত্রাসী খ্যাত শাহীন চাকলাদারের প্রিয়জন হয়ে ওঠেন কেশবপুর পৌর আওয়ামীলীগের সভাপতি পদ বাগিয়ে নেয়।নেয় কেশবপুর পৌর নির্বাচনের মনোনয়ন।অবৈধ ভাবে ক্ষমতার বলে ভোট কারচুপি করে, পেশিশক্তি ব্যাবহার করে সন্তাসী করে বিরোধীদলের প্রার্থীকে ভোটের মাঠে উঠতে দিত না এই রফিক।অবৈধ ভাবে মেয়র হয়ে, সাধারণ মানুষের ভূমি দখল, বসত বাড়ি উচ্ছেদ,পৌরসভার বিভিন্ন বরাদ্ধকৃত টাকা লুটপাট করে এছাড়া তার রয়েছে নিয়োগ বাণিজ্যর অভিযোগএই সাবেক মেয়রের নামে।
নারী পিপাস মেয়র রফিক বিভিন্ন নারী বা তার দলের নারী নেত্রীদের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন,মদ আর নারী ছাড়া তার এক রাত চলতো না।
বিভিন্ন সময় এই রফিক বিরোধী দলের নেতা কর্মীদের বাড়ি থেকে ডেকে মারধর করা।পুলিশ দিয়ে গ্রেফতার করানো ছিলো তার কাজ।তার পৌর শহরে একটা বিশাল ক্যাডার বাহিনী ছিল, সেই ক্যাডার বাহিনী দিয়ে সে জমি দখল,বসত বাড়ি উচ্ছেদ,বিরোধী দলের নেতা কর্মীদের উপর অত্যাচার, তার মতের বাহিরে গেলে সেই ব্যাক্তিকে তার নিজস্ব টর্চার সেলে এনে অত্যাচার করে তাকে পঙ্গু করে দিত।
গত বছর (৫ই আগষ্ট)ফ্যাসিস সরকারের প্রধান শেখ হাসিনা পলাতকের পর সেও গাঁ ঢাকা দেন।রফিক ও পলাতক হয়ে যান।তার দীর্ঘ দিনে পৌর সভায অনুপস্থিতিতে তাকে কতৃপক্ষ অপসারণ করে প্রসাশক নিয়োগ দেন।পৌর প্রসাশক নিয়োগের পর তার সব দূর্নিতি সামনে আসতে শুরু করে, তার নামে জমি দখল, পৌর সভার বরাদ্দকৃত টাকা,পৌর সভা ও বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য সহ নানা অপকর্ম উঠে আসে।তার নেতৃত্বে ৫ই আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের উপর তার নির্দেশে হামলা করা হয়।
তার নামে একাধিক মামলা করা হয়।দুদক থেকেও মামলা হয় তার নামে।
প্রসাশন তাকে প্রায় এক বছর ধরে খুঁজতে ছিলো।কিন্তু আজ (২ জুলাই)ছাত্ত জনতা তার বাসা থেকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপার্দ করে।
কেশবপুর থানা ওসি,আনোয়ার হোসেন বলেন,ছাত্র জনতা তাকে তার বাসায় দেখতে পেয়ে থানায় খবর দেয়,পরে পুলিশ যেয়ে সাবেক মেয়র রফিককে ধরে আনা হয়েছে, পরবর্তী পদক্ষেপ অনুযায়ী তাকে আদালতে প্রেরণ করা হবে।