সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রাম থেকে ইজিবাইক চুরি করে পালানোর সময় কেশবপুরের তেঘরি গ্রামে এসে আজিজুর রহমান (২৫) নামে এক যুবককে আটক করেছে এলাকাবাসী এবং পালিয়ে গেছে আরও তিনজন।
সরেজমিনে গিয়ে জানা যায়,(২ জুলাই)মঙ্গলবার ভোররাতে কলারোয়া উপজেলার মানিকহার গ্রামের মৃতঃ মালেক বিশ্বাস এর ছেলে আহসানুল্লাহ (৩৫) এর বাড়ী হতে ইজিবাইক চুরি করে পালিয়ে যায় চোরচক্রের সদস্যরা। এক পর্যায়ে তারা খুঁজতে খুঁজতে সুঁড়িঘাটা ব্রীজের উপর চোরদেরকে দেখতে পাই কিন্তু সেখান থেকেও পালিয়ে যায় চোরেরা। পরবর্তীতে তাদের ধাওয়া করতে করতে কেশবপুর উপজেলার তেঘরী গ্রামের মসজিদের পাশে তাদেরকে ঘিরে ফেলে।
উল্লেখ্য, তাদের কাছে মোটরসাইকেল (FZ -v3) থাকায় স্হানীয় জনগণকে আঘাত করে পূণরায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সুকৌশলে চোরচক্রের তিন সদস্য পালিয়ে গেলেও ইজিবাইক সহ এক চোরকে আটক করতে সক্ষম হয় স্থানীয়রা এবং কেশবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটককৃত আজিজুর রহমানের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছি গ্রামে।সে দীর্ঘদিন ধরে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় এমন চুরি-জাকাতির সাথে জড়িত আছে বলে স্বিকার করেছে।
ইজিবাইক মালিক আজিজুর রহমান বলেন সাতক্ষীরা থেকে খুঁজতে খুঁজতে কেশবপুরে এসে একজন চোর কে আমার ইজিবাইক সহ ধরতে পেরেছি এবং বাকি তিনজন চোর তাদের ব্যবহৃত মোটরসাইকেল (FZ V3) ফেলে রেখে পালিয়ে গেছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চুরি ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। এই সংঘবদ্ধ চোরচক্রের প্রতিটি সদস্যকে আইনের আওতায় আনতে হবে।
কেশবপুর থানার উপ-পরিদর্শক মোঃ হেলালুজ্জান বলেন,আটককৃত চোরকে আমরা পাটকেলঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি।