মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক কুষ্টিয়া পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনের প্রথম পর্ব সকাল ১১ টার সময় আরম্ভ হয়ে দুপুর সাড়ে ১২ টার সময় শেষ হয়। সম্প্রতি কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জেলা কমিটির আহ্বায়ক কুতুব উদ্দিন, প্রকৌশলী জাকির হোসেন সরকার এবং শেখ সাদী। এছাড়াও সম্মেলনে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীবৃন্দ, বিএনপি’র সকল ভোটার এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। সম্মেলনের অংশ হিসেবে ভোটগ্রহণ পর্বটি সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রার্থীদের ভোট গ্রহণ বিকেল ৩ ঘটিকায় কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যেই নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শেষ মুহূর্তে সমর্থকদের নিয়ে প্রচারে ব্যস্ত সময় পার করছেন। দ্বি-বার্ষিক এই সম্মেলনের মাধ্যমে কুষ্টিয়া পৌর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। নির্বাচন পরিচালনার জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বিএনপির কেন্দ্রীয় নেতারাও এ সম্মেলনের প্রতি দৃষ্টি রাখছেন বলে জানা গেছে। আশা করা হচ্ছে, এ সম্মেলনের মধ্য দিয়ে কুষ্টিয়া পৌর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলীয় ঐক্য আরও সুসংহত হবে।অনুষ্ঠানটি কেবল রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই নয়, বরং একটি গণতান্ত্রিক চর্চার মাইলফলক হিসেবেও বিবেচিত হচ্ছে। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় সবাইকে ভূমিকা রাখার অনুরোধ করেন।