প্রেস বিজ্ঞপ্তিঃ জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, এককালীন সাধারণ সম্পাদক, স্বাধীনতা সংগ্রামী ও বীরমুক্তিযোদ্ধা, সংগ্রামী জননেতা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আজ ১৬ জুলাই ২০২৫ বুধবার বিকাল ৫টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে তার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন এবং সংক্ষিপ্ত স্মরণসভার আয়োজন করা হয়।
জাসদের সহ—সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মো: আনোয়ারুল হক, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন। সভায় বক্তারা প্রয়াত নেতা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চু ছিলেন একজন খাঁটি আদর্শবাদী সমাজতান্ত্রিক বিপ্লবী। তিনি দলকেন্দ্রীক, রাজনৈতিক কেন্দ্রীক জীবনযাপনের এক অনন্য উদাহরণ তৈরি করে গিয়েছেন। তিনি ব্যক্তিগত সম্পত্তি, লাভ, লোভ, মোহের উর্ধে নিজেকে উন্নীত করতে পেরেছিলেন।
বক্তারা বলেন, বিগত ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি রাষ্ট্রক্ষমতা জবরদখল করে মুক্তিযুদ্ধে তাদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে তখন জাতির সংকটে সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর মত আদর্শবাদী ত্যাগী, সাহসী নেতার প্রয়োজনীয়তা দারুণভাবে অনুভূত হচ্ছে। বক্তারা বলেন, দেশকে শাসনশূন্যতা, নৈরাজ্য, মবের মুল্লুক, জননিরাপত্তাহীনতা, অর্থনৈতিক সংকট থেকে বাঁচাতে হলে অবৈধ সরকারকে সরিয়ে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবিলম্বে সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করার কোনো বিকল্প নাই।
বক্তারা আরো বলেন, দেশ অবৈধ ক্ষমতা দখলদার মুক্ত করেই কারাবন্দী জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওর্য়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাংবাদিক শাহরিয়ার কবির, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাতসহ রাজবন্দীদের মুক্ত করে আনার জন্য জাতীয় সংগ্রাম গড়ে তোলার প্রস্তুতি নেয়ার জন্য জাসদের নেতা—কর্মীসহ দেশপ্রেমিক রাজনৈতিক ও সামাজিক শক্তি প্রতি আহবান জানান।
বার্তা প্রেরক
সাজ্জাদ হোসেন
দফতর সম্পাদক, জাসদ