রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন।
মঙ্গলবার (২২ জুলাই) মাগরিব নামাজের পর নারায়ণগঞ্জের সোনারগাঁ পশ্চিম সনমান্দী মোহাম্মদীয়া (সঃ) মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা জাকির হোসেন। মাদ্রাসার ছাত্র, মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশগ্রহণ করেন।
এ সময় শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউর রহমান মুঠোফোনে জানান,
“মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় পুরো জাতি স্তব্ধ হয়ে গেছে। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে—সে প্রার্থনাই করি।”
এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং নিহতদের প্রতি সম্মান প্রদর্শনে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে ওঠে।