রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবিতে কুষ্টিয়ার কুমারখালিতে পদযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
শুক্রবার বিকেলে কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে বুয়েট ছাত্র শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য ও সাবেক ছাত্রনেতা হাফেজ মো: মঈন উদ্দিন।
এরপর কয়েক হাজার নেতাকর্মীকে নিয়ে পদযাত্রা করেন তিনি।
সাউন্ডবাইট (হাফেজ মঈন উদ্দিনের বক্তব্য):
“আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়েই আমাদের এই পদযাত্রা শুরু করেছি। যদি দল মনোনয়ন দেয়, আমি কুষ্টিয়া-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিতে চাই। শহীদ আবরারের দেখানো আদর্শ নিয়েই আমি জনগণের পাশে থাকতে চাই।”
তিনি বলেন,
২০১৯ সালের আবরার হত্যাকাণ্ড ছিল শুধু একটি ছাত্রের মৃত্যু নয়—এটি জাতীয় রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল।
নিজেকে কুমারখালির সন্তান উল্লেখ করে মঈন উদ্দিন জানান,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই তিনি জনগণের কাছে বিএনপির অঙ্গীকার পৌঁছে দিতে চান।
📿 পদযাত্রা শেষে তার নিজ বাসভবনে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে আবরার ফাহাদসহ জুলাই মাসের শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা চেয়ে মোনাজাত করা হয়।