এম এম সাজ্জাদুল ইসলাম লিপটন
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: মোল্লাহাটের প্রাণকেন্দ্র মাষ্টার পাড়া এলাকায় অবস্থিত স্বনামধন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান এম বদিউজ্জামান বিদ্যানিকেতন। এখানে প্রায় ৩ শত ছাত্র/ছাত্রী প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়া লেখা করে। মোল্লাহাটের প্রথম কিন্ডার গার্ডেন স্কুল হওয়ায় এখানে তুলনামূলক একটু মেধাবী শিক্ষার্থীরাই ভালো পড়ালেখার জন্য ভর্তি হয়। কিন্তু ধীরে ধীরে বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়ছে, এর মধ্যে বর্তমান বড় সমস্যা হচ্ছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলাচলের একমাত্র সড়কের বেহাল দশা এবং বিদ্যালয়ের খেলার মাঠে আশপাশের বাসা বাড়ি ও ক্লিনিকের দুর্গন্ধময় বর্জ্য ও নোংরা পানি এসে বিদ্যালয়ের মাঠে জমাট বাঁধছে! সরেজমিনে দেখা গেছে, পয়ঃনিষ্কাশনের সুপরিকল্পিত কোন ব্যবস্থা না করেই যত্রতত্র বাড়ি নির্মাণ করে সে সকল বাড়ির বাথরুমের পানি পাইপের মাধ্যমে খোলা জায়গায় ছেড়ে দেওয়া হচ্ছে, এক পর্যায়ে সে নোংরা পানি বিদ্যালয়ে চলাচলের রাস্তা দিয়ে গড়াতে গড়াতে বিদ্যালয়ের খোলা মাঠে এসে জমাট বাঁধছে এবং অতি বর্ষণে মাঠ ভরে গেলে সে পানি পাশে খলিলুর রহমান কলেজের পুকুরে প্রবেশ করছে। এই পুকুরের পানি অত্র এলাকার অধিকাংশ মানুষ স্নান ও রান্নাবান্নার কাজে ব্যবহার করে থাকে। বিদ্যালয় মাঠে জমে থাকা এ নোংরা পানির দুর্গন্ধে কোমলমতি শিশুশিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকবৃন্দ চরম ভোগান্তির সম্মুখীন হচ্ছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বাড়ির মালিকদের বারবার বিষয়টি অবহিত করার পরও প্রতিকারের কোন ব্যবস্থা হচ্ছে না, একজন আরেকজনের ঘাড়ে দায় চাপিয়েই এড়িয়ে যাচ্ছে বছরের পর বছর। কোমলমতি শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে এবং দূষণমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এলাকার সচেতন মহল।