জীবনের ঝুঁকি নিয়েও যাঁরা নৌকায় পাড়ি দেন সাগরের বুকে—তাঁদের কষ্ট, তাঁদের সাহস, আমাদের সবার শ্রদ্ধার দাবিদার। আজ মূহুর্তের মধ্যে নৌকা ডুবে গেছে, শুধু মাছ নয়, ভেসে গেছে এক পরিবারের স্বপ্নও…
ট্রলারে থাকা সব জেলে নদীতে ভাসতে থাকেন।
পরে তাদের থেকে কিছুটা দূরে জাফর মাঝির অপর একটি ট্রলার জেলেদের ভাসতে দেখে এগিয়ে এসে তাদের সবাইকে জীবিত
সকালে নদী কিছুটা শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের তীব্রতা বাড়তে থাকে। সেই সঙ্গে বৃষ্টি আর বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল। নদী বেশ উত্তাল থাকায় ট্রলার নিয়ে নদীতে যাওয়া বিপজ্জনক।
এছাড়া নদীর উত্তাল ঢেউ ও জোয়ারে পানিতে চরফ্যাশন খেজুর গাউছিয়া হাজারীগন্জ বেরি বাধ ক্ষতিগ্রস্ত হয়েছে