শিরোনামঃ
শিরোনামঃ
কেশবপুরে ধর্ষনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যানের ঘোষণা গণ অধিকার পরিষদের — আলোচনার দাবিতে স্পষ্ট অবস্থান মোল্লাহাটে ১টি শিশু বিদ্যালয় মাঠে ডাস্টবিনের নোংরা পানি জমাট বাঁধা! গজারিয়ায় থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে নির্মাণাধীন বিআইড ব্লিউটিসির-উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মিরপুরে বিএনপির বিজয় শোভাযাত্রা ও গণজমায়েত অনুষ্ঠিত শিশুর জীবনের শ্রেষ্ঠ পুষ্টি—মায়ের দুধ কুষ্টিয়ার মিনি কক্সবাজার খ্যাত পদ্মা-গড়াই মোহনা “বৃটেনের কার্ডিফে দারুল ক্বিরাত তথা ইনটেনসিভ তাজবীদ কোর্স ২০২৫ এর শুভ  উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে কুষ্টিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি
নোটিশঃ
আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ শেয়ার করে আমাদের সাথে থাকুন।

মালয়েশিয়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল কুয়ালালামপুর

নিজস্ব প্রতিবেদক, কুয়ালালামপুর
August 6, 2025, 11:39 am

নিজস্ব প্রতিবেদক, কুয়ালালামপুর

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের রাজপথ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। ক্রমবর্ধমান দ্রব্যমূল্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনার প্রতিবাদে হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন।
শনিবার সকাল থেকে শহরের কেন্দ্রস্থল, বিশেষ করে সোগো শপিং কমপ্লেক্সের (Sogo Shopping Complex) সামনে বিক্ষোভকারীরা জড়ো হতে শুরু করেন। বিভিন্ন নাগরিক সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলের আহ্বানে আয়োজিত এই সমাবেশে অংশগ্রহণকারীরা সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ড ও ব্যানারে ‘সরকারের পতন চাই’, ‘দ্রব্যমূল্য কমাও’, ‘জনগণের কষ্ট লাঘব করো’ ইত্যাদি সরকার বিরোধী বিভিন্ন স্লোগান লেখা ছিল।

বিক্ষোভকারীরা জানান, সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় খাদ্য, জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে সাধারণ ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়েছে। সরকারের গৃহীত পদক্ষেপ জনগণের দুর্দশা লাঘবে ব্যর্থ হয়েছে বলে তারা অভিযোগ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া এক নাগরিক, আহমেদ ফাহমি বলেন, “প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। আমাদের আয় বাড়ছে না, কিন্তু ব্যয় বেড়েই চলেছে। পরিবার নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

বিক্ষোভের অন্যতম এক আয়োজক বলেন, “আমরা দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এই সরকার জনগণের কথা শুনতে ব্যর্থ। প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবকে অবশ্যই এই ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করতে হবে।

সমাবেশ ঘিরে কুয়ালালামপুর পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এখন পর্যন্ত সমাবেশ শান্তিপূর্ণ থাকলেও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের পক্ষ থেকে বিক্ষোভ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে এই বিক্ষোভকে কেন্দ্র করে মালয়েশিয়ার রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অর্থনৈতিক চাপ এবং অসন্তোষ বর্তমান সরকারকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকার যদি দ্রুত এই সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে না পারে, তবে আগামী দিনে এই বিক্ষোভ আরও বড় আকার ধারণ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর