শিরোনামঃ
শিরোনামঃ
কেশবপুরে ধর্ষনের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যানের ঘোষণা গণ অধিকার পরিষদের — আলোচনার দাবিতে স্পষ্ট অবস্থান মোল্লাহাটে ১টি শিশু বিদ্যালয় মাঠে ডাস্টবিনের নোংরা পানি জমাট বাঁধা! গজারিয়ায় থ্রি-অ্যাঙ্গেল শিপইয়ার্ডে নির্মাণাধীন বিআইড ব্লিউটিসির-উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মিরপুরে বিএনপির বিজয় শোভাযাত্রা ও গণজমায়েত অনুষ্ঠিত শিশুর জীবনের শ্রেষ্ঠ পুষ্টি—মায়ের দুধ কুষ্টিয়ার মিনি কক্সবাজার খ্যাত পদ্মা-গড়াই মোহনা “বৃটেনের কার্ডিফে দারুল ক্বিরাত তথা ইনটেনসিভ তাজবীদ কোর্স ২০২৫ এর শুভ  উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে কুষ্টিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি
নোটিশঃ
আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। নিউজ শেয়ার করে আমাদের সাথে থাকুন।

কুষ্টিয়ায় অভিযানে ছুরিকাঘাতে আহত ডিবি পুলিশ কর্মকর্তা,আটক আওয়ামী লীগ নেতা ও তার ছেলে

কুষ্টিয়া প্রতিনিধি।
August 6, 2025, 11:38 am

কুষ্টিয়া প্রতিনিধি।

কুষ্টিয়ায় ডিবি পুলিশের অভিযানের সময় ছুরিকাঘাতে আহত হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ইসরাফিল। শনিবার (২৬ জুলাই) দুপুর একটার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড় সংলগ্ন ভূমি অফিস গলির পলান বক্স রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এসআই ইসরাফিলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম। তিনি জানান, “রক্তাক্ত অবস্থায় তাকে জরুরি বিভাগে আনা হয়। তবে এখন তার অবস্থা আশঙ্কামুক্ত।”

এই হামলার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ হারুন ও তার ছেলে প্রণয়কে আটক করেছে। আটক হারুন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ-সভাপতি। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানান, অভিযুক্ত হারুন ও তার ছেলে প্রণয় এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তারা নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

ডিবি পুলিশের কুষ্টিয়া ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, “আমাদের এসআই ইসরাফিল অভিযান চলাকালীন ছুরিকাঘাতে গুরুতর আহত হন। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ঘটনার পর পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এরকম আরো নিউজ
এক ক্লিকে বিভাগের খবর